ডা. মোঃ সাইফুর রহমান
এমবিবিএস (ঢাকা মেডিকেল কলেজ) এফসিপিএস (গাইনী) সিনিয়র কনসালটেন্ট, গাইনী বিভাগ সদর হাসপাতাল, ভোলা।
Last Update : 2024-02-06
Others Information:
📌প্রসব পরবর্তী মায়ের জন্য উপদেশ:
👉পুষ্টিকর খাবার খাবেন।
👉শাক-সবজি, ফলমূল ও পানি পরিমাণে খাবেন।
👉৬ সপ্তাহ বিশ্রামে থাকবেন ও সহবাস নিষেধ।
👉৩ মাস পর্যন্ত ভারী কাজ করবেন না।
👉প্রসবের ৭দিন ও দেড় মাস পর চিকিৎসকের পরামর্শ নিবেন।
👉কোন অসুবিধা হলে আগেই চিকিৎসকের পরামর্শ নিবেন।
📌বাচ্চার জন্য উপদেশ:
👉বাচ্চা জন্মের পর থেকে শাল দুধ খাওয়াতে শুরু করবেন এবং
👉৬ মাস পর্যন্ত শুধুমাত্র বুকের দুধ খাওয়াবেন।
👉ছয় মাস পর থেকে মায়ের বুকের দুধের পাশাপাশি তরল ও নরম খাবার শুরু করবেন।
👉বাচ্চার নাভীতে কিছু লাগানোর প্রয়োজন নেই। এটা নিজে থেকে পড়ে যাবে।
👉প্রতিদিন বাচ্চাকে হালকা গরম পানিতে গা মোছাতে পারেন।
👉সুস্থ ও স্বাভাবিক ওজনের বাচ্চার ক্ষেত্রে ২ দিন পর থেকে গোসল দেয়া যেতে পারে।
👉EPI Schedule অনুযায়ী টিকা দিবেন।
👉শিশুর শরীর সামান্য হলুদ হলে রোজ সকালে ২০-৩০ মিনিট রোদে রাখবেন
👉জন্ডিস ভাল না হওয়া পর্যন্ত। বেশি হলুদ দেখলে ডাক্তার দেখাবেন।
Category:
স্ত্রীরোগ, প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ ও ল্যাপারোস্কোপিক সার্জন
Visiting Time & Date:
রোগী দেখেন: প্রতিদিন
Clinic:
মেডিফাস্ট ডায়াগনস্টিক সেন্টার
Location:
কর্ণফুলী কমপ্লেক্স (সাবেক আলমগীর বোডিং), ইসলামী ব্যাংকের উপরে, সদর রোড, ভোলা
Website:
Dr. Website:
👉 View Contact Number